১০ জুন, ২০১৮ ১৭:৫৬

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ফাইল ছবি

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মনিরুজ্জামান রুবেল ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০১৫ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলাটি করে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের পর থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।


বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর