Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১৩:৩১ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৫:৪১
তিন সিটির আনুষ্ঠানিক তফসিল, ভোট ৩০ জুলাই
নিজস্ব প্রতিবেদক
তিন সিটির আনুষ্ঠানিক তফসিল, ভোট ৩০ জুলাই

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। 

বুধবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই তিন সিটিতে রিটার্নি অফিসারের নিকট মনোনয়পত্র জমাদানের শেষ তারিখ ২৮ জুন, প্রার্থীতা বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোগগ্রহণ আগের ঘোষিত আগামী ৩০ জুলাই-ই অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow