১৮ জুন, ২০১৮ ১৫:১২

'এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে'

অনলাইন ডেস্ক

'এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে'

ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, "এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। কোথাও যানজটের খবর আমরা শুনিনি। তেমন কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা।" 

সোমবার ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে উপস্থিত তথ্য মন্ত্রাণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এই সফলতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ট ছিল। তাছাড়া এবছর আবহাওয়া অনেক ভালো ছিল। তেমন ঝড়-বৃ্ষ্টিও হয়নি। ফলে মানুষের মধ্যে স্বস্তির আমেজ ছিল।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ইনু বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়। একজন বন্দির সুবিধামতো চিকিৎসা করাতে হবে বিষয়টি যৌক্তিক নয়।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর