১৯ জুন, ২০১৮ ২০:০৬
সংসদে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী

ঢাকায় ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা

ফাইল ছবি

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে এই স্তম্ভ নিমার্ণের জন্য স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে নকশার খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে রাজাকারদের সম্পদ বাজেয়াপ্ত করে বেসরকারিভাবে জনগণের কাজে লাগানোর কোনো পরিকল্পনা নেই।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান। 

মন্ত্রী আরো জানান, শিগগিরই নকশাটি চূড়ান্ত করা হবে এবং প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। 


বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর