Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ১৯ জুন, ২০১৮ ২১:৫০

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর
ফাইল ছবি

আন্দোলনের অলীক স্বপ্ন না দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) হাসপাতালের বর্ধিত ভবনের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলনের খেলা না খেলে নির্বাচনের জন্য প্রস্তুত হন। এটা আপনাদের (বিএনপি) প্রতি আমার অনুরোধ থাকবে। 

যেকোন পরিস্থিতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত এবং তারা নির্বাচনে আসবে বলেও মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দল বাঁচতে পারে না উল্লেখ করে নাসিম বলেন, বিএনপি নির্বাচনে না এসে অনেক দুর্বল হয়ে পড়েছে। 

কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দেশের সর্বোচ্চ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই। 


বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য