২৪ জুন, ২০১৮ ১৬:১৪

খালেদার গ্যাটকো মামলার অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

অনলাইন ডেস্ক

খালেদার গ্যাটকো মামলার অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন পিছিয়েছে। আগামী ২৬ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই মামলার দুই আসামি তানভীর আহমেদ ও গালিব হোসেনের পক্ষে হাইকোর্টে স্থগিতাদেশ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা।

শুনানি শেষে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এদিন ধার্য করেন। 

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। এরপর ২০০৮ সালের ১৩ মে তৎকালীন জোট সরকারের প্রভাবশালী নয় মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র জমা দেন। কিন্তু আসামিদের মধ্যে ৪ জন মারা যাওয়ায় মামলাটিতে বর্তমান আসামির সংখ্যা ২০ জন।

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর