২৫ জুন, ২০১৮ ১১:২২
কুমিল্লায় নাশকতার মামলা

খালেদার জামিনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

অনলাইন ডেস্ক

খালেদার জামিনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

ফাইল ছবি

কুমিল্লায় নাশকতার এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত দিবেন সর্বোচ্চ আদালত।

এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এদিন ধার্য করেন।

এছাড়া, কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলার অভিযোগ দায়ের করা মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না সে আগামী ২ জুলাই সিদ্ধান্ত দিবেন সর্বোচ্চ আদালত। শুনানি শেষে গতকাল রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ ওই দিন ধার্য করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিন থেকেই পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। যদিও সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে পরবর্তীতে জামিন পান খালেদা জিয়া। কিন্তু আরও কয়েকটি মামলায় পরোয়ানা থাকায় মুক্তি আটকে যায় তার।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর