১০ জুলাই, ২০১৮ ১৫:০১

'মানুষ এখন নিরাপদ ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াত করছে'

অনলাইন ডেস্ক

'মানুষ এখন নিরাপদ ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াত করছে'

ফাইল ছবি

মানুষ এখন নিরাপদ ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াত করছে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগের চেয়ে ট্রেনের যাত্রী অনেক বেড়েছে। রেল ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ট্রেন যাত্রার খরচ অন্যান্য যানবাহনের চেয়ে এখন অনেক কম। মানুষ এখন নিরাপদে গন্তব্যে যেতে পারছে। রেলের উন্নয়ন হওয়ায় দেশের মানুষ এখন নিরাপদ ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াত করতে পারছে।  

আজ রেলভবনে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্র রেলওয়ের মাধ্যমে পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপান টেক অফ পয়েন্ট থেকে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর