Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুলাই, ২০১৮ ১২:০৮ অনলাইন ভার্সন
আপডেট : ১২ জুলাই, ২০১৮ ১৩:২০
খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানি চলছে
অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানি চলছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হাইকোর্টে চলছে।বৃহস্পতিবার সকাল ১১টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়।

এসময় খালেদার আইনজীবী আব্দুর রেজাক খান এই মামলার পেপারবুক থেকে এফআইআর পড়া শুরু করেছেন। আদালতে খালেদার পক্ষে রয়েছেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আর দুদকের পক্ষে আছেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে বৃহস্পতিবার সকালে এ মামলায় হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল শুনানি শুরুর নির্দেশ দেন আপিল বিভাগ। ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে খালেদার করা রিভিউ স্ট্যান্ড অভার (যেমন আছে তেমন) রেখে এমন আদেশ দেন আদালত।

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow