১৪ জুলাই, ২০১৮ ১৫:০১

জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

ফাইল ছবি

৪১৯জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের হজ ও উমরাহ টার্মিনালে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। ২০১৮সালে এটিই বিদেশ থেকে আসা হজযাত্রীদের প্রথম ফ্লাইট।

স্থানীয় সময় বেলা ১১টা ৩০মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি১০১১) ফ্লাইটটি অবতরণ করে।

জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের হজ ও উমরাহ টার্মিনাল বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দার কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান, দূতাবাস, কনস্যুলেট ও সৌদি সরকারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর