১৭ জুলাই, ২০১৮ ২১:০০

কোটা সংস্কার আন্দোলনকারী তারিকুল রিমান্ডে

আদালত প্রতিবেদক:

কোটা সংস্কার আন্দোলনকারী তারিকুল রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় কোটা সংস্কার আন্দোলনকারী তারিকুল ইসলাম তারেককে একদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। 

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ৩ জুলাই রাজধানীর শাহবাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। সেদিন কোনো রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন ৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফরুকী রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা প্রদান, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এছাড়া ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে অন্য একটি মামলা করেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর