১৯ জুলাই, ২০১৮ ১২:৩৪

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

বিগত কয়েক বছরের মতো এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। সারাদেশে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে দেশের ১০টি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৯.৭২ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৩.৮৮ শতাংশ।

গত বছর ১০টি বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যেখানে মেয়েরা ৭০.৪৩ শতাংশ পাস করে, আর ছেলেদের পাসের হার ছিল ৬৭.৬১ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন বেশি। এবার শিক্ষার্থী বাড়লেও গতবছরের তুলনায় পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।


বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৮/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর