১৯ জুলাই, ২০১৮ ১৫:৫১

দিনাজপুর পাসে এগিয়ে মেয়েরা ও জিপিএ-৫ এ ছেলেরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পাসে এগিয়ে মেয়েরা ও জিপিএ-৫ এ ছেলেরা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে। পাসের হার ৬০ দশমিক ২১। শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ২১ হাজার ৩৩৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭১ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী পাশ করে।

বোর্ড সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ২২ জন ছাত্রের মধ্যে ১০ হাজার ৯১১ জন ও ১০ হাজার ৯২৬ জন ছাত্রীর মধ্যে ৭ হাজার ৯৭৮ জন ছাত্রী পাস করেছে। বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ১৮ হাজার ৮৮৯ জন। ছেলেদের পাসের হার ৬৮.১০ ও মেয়েদের পাসের হার ৭৩.০২ শতাংশ।

ছাত্রীদের ভালো ফলাফল করার ব্যাপারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রীরা মনোযোগী হওয়ার কারণে এই ফলাফল হয়েছে। 

তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ২৯৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৩৪৪ এবং ছাত্রীর সংখ্যা ৯৫৩জন। 

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭০.০৯ শতাংশ। মানবিক বিভাগে ৩৪ হাজার ৯৫১ জন ছাত্রের মধ্যে ১৭ হাজার ৭৭৮ জন ও ৪১ হাজার ৮৬ জন ছাত্রীর মধ্যে  ২৫ হাজার ৪৭৮ জন ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে মোট পাস করেছে ৪৩ হাজার ২৫৬ জন। ছেলেদের পাসের হার ৫০.৮৭ ও মেয়েদের পাসের হার ৬২.০১ শতাংশ। মানবিক বিভাগে গড় পাসের হার ৫৬.৮৯ শতাংশ।

বাণিজ্য বিভাগে ১১ হাজার ৭২ জন ছাত্রের মধ্যে ৬ হাজার ১৯৫ জন ছাত্র ও ৫ হাজার ৪৫০ জন ছাত্রীর মধ্যে  ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাশ করেছে। বাণিজ্য বিভাগে মোট পাশ করেছে ১৬ হাজার ৫২২ জন। ছেলেদের পাসের হার ৫৫.৯৫ ও মেয়েদের পাসের হার ৬৬.২৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৫৯.৩৫ শতাংশ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর