২০ জুলাই, ২০১৮ ১০:২৭

কোটা নিয়ে করণীয় নির্ধারণে গঠিত কমিটির মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক

কোটা নিয়ে করণীয় নির্ধারণে গঠিত কমিটির মেয়াদ বাড়ল

ফাইল ছবি

কোটা ব্যবস্থা নিয়ে করণীয় নির্ধারণে গত ২ জুলাই গঠন করা হয় সচিব কমিটি। কমিটিকে সরকারী চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়ে করণীয় নির্ধারণে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল।

সম্প্রতি কমিটির মেয়াদ আরও ৯০ কার্যদিবস বাড়িয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২ জুলাই মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে যে ছয় সচিবকে সদস্য রাখা হয়েছে তারা হলেন জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব

বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৫ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতেও আছে বিভিন্ন ধরনের কোটা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর