২১ জুলাই, ২০১৮ ১০:৫৩

ইমরানকে যুক্তরাষ্ট্র যেতে বাধার অভিযোগ

অনলাইন ডেস্ক

ইমরানকে যুক্তরাষ্ট্র যেতে বাধার অভিযোগ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিমন্ত্রণে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে সে দেশে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে পড়ে ফেরত আসতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা স্ট্যাটাসে ইমরান এ অভিযোগ করেছেন। 

গতকাল (২০ জুলাই) রাত ১১টায় দেওয়া ওই স্ট্যাটাসে ইমরান জানান, আমেরিকান সরকারের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশিপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে তার চার সপ্তাহের জন্য আমেরিকা যাবার কথা ছিল তার। রাতে বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠার সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকে দেয়। 

ইমরানের দাবি, তার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা মামলা নেই। ইমিগ্রেশন শেষ করার পর এ ধরনের বাধার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।

এর পরের কয়েকটি পৃথক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশে ন্যূনতম গণতন্ত্র নেই, সরকারের এই আচরণে এটাই প্রমাণিত হয়। সরকারের এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।


বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর