২৩ জুলাই, ২০১৮ ১২:৫৪

খালেদার জামিন নামঞ্জুর, বৃহস্পতিবারের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ

অনলাইন ডেস্ক

খালেদার জামিন নামঞ্জুর, বৃহস্পতিবারের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী বৃহস্পতিবারের ২৬ জুলাইয়ের মধ্যে কুমিল্লার আদালতে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস. এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের এ মামলায় গত ১৭ জুলাই হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। গতকাল রবিবার শুনানি শেষ হয়।

আদেশের পর খালেদার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালত আদেশে বলেছেন, যেহেতু ওই জামিন আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। সেজন্য আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জামিন আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রলবোমা হামলা হলে ৮ যাত্রীর মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির ৬ শীর্ষস্থানীয় নেতাকেও হুকুমের আসামি করা হয়।


বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর