Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৮ ১৪:০১ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১৫:১৬
বিকেলে ইসির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
অনলাইন ডেস্ক
বিকেলে ইসির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে আজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি আজ বিকেল তিনটার দিকে ইসিতে যাবে বলে জানা গেছে। 

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।

জানা গেছে, প্রতিনিধি দলটি আগামী ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবে।

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

আপনার মন্তব্য

up-arrow