২৭ জুলাই, ২০১৮ ১৩:২০

জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগ সীমাহীন: রিজভী

অনলাইন ডেস্ক

জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগ সীমাহীন: রিজভী

ফাইল ছবি

জলাবদ্ধতা ও যানজটে দেশের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় রিজভী বলেন, খানাখন্দে ভরা রাস্তাঘাট বেহাল দশা, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। তিনি আরও বলেন, বিভৎস জলাবদ্ধতায় মানুষ, গরু-ছাগল, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবহন অর্ধেকের বেশি ডুবে থাকে। জলজট ও যানজটে নগরবাসীর দুর্ভোগ সীমাহীন।

রিজভী বলেন, সারা দেশে প্রায় ৮৫ হাজার কিলোমিটার রাস্তাঘাট বেহাল। হাটবাজারের অবস্থাও বেহাল, সেখানে কোনো উন্নতির ছোঁয়া লাগেনি।

গ্রামীণ সড়ক, গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়ায় কর্মসংস্থান কমে গেছে। ফলে বেকারত্ব ভয়াবহ আকারে বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

বিডি প্রতিদিন/ ২৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর