২৯ জুলাই, ২০১৮ ১৭:৩৮

'সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত হয়েছে'

অনলাইন ডেস্ক

'সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত হয়েছে'

ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত 'মাদকের ভয়াবহ আগ্রাসনরোধে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, বেসরকারি চাকরিতে নিয়োগ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময়ও ডোপটেস্টের বিষয়ে ভাবা হচ্ছে। 

প্রধানমন্ত্রীর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত মাদকবিরোধী অভিযান চলবে জানিয়ে ফরিদ উদ্দিন বলেন, বর্তমান মাদক আইনে ধরা পড়ছে দুর্বলরা, যাদের কাছে ১০-১৫ পিস ইয়াবা রয়েছে। কিন্তু পর্দার অন্তরালে যারা রয়েছেন, যারা অর্থদাতা বা গডফাদাররা ধরা পড়ছেন না। বড় বড় মাদক ব্যবসায়ীদেরকেও নতুন আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী নতুন আইনটি চূড়ান্ত হয়েছে, আশা করছি ২ সপ্তাহের মধ্যে এটি সংসদে উত্থাপন করতে পারব।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর