৪ আগস্ট, ২০১৮ ২১:৩৫

থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক

থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ

প্রতীকী ছবি

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনে উত্তাল গোটা দেশ। তবে এরই মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে। আজ সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

এ নির্দেশনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। 

এদিকে অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, তবে সেটা পুরোপুরি বন্ধের মতো না।

সূত্র: প্রথম আলো


বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর