Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ আগস্ট, ২০১৮ ১১:৪৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১৫:১০
তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত
অনলাইন ডেস্ক
তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে নদীর দুই প্রান্তে পারের অপেক্ষায় সিরিয়ালে আটক পড়েছে কয়েক শতাধিক গাড়ি।

জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতেই নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দেয় তীব্র স্রোত। যার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। স্রোতের চাপ বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে নদী পার হতে ফেরি গুলোর সময় লাগছে প্রায় দ্বিগুন। ফলে প্রতিনিয়তই দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow