২৫ আগস্ট, ২০১৮ ২২:২০

ষড়যন্ত্র এখনও চলছে: তারানা হালিম

টাঙ্গাইল প্রতিনিধি:

ষড়যন্ত্র এখনও চলছে: তারানা হালিম

ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট কেন্দ্রীক ষড়যন্ত্র সব সময়ই চলছে। খুনীচক্র সবসময় সক্রিয়। তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টা করছে। খুনীচক্রকে সাবধান করে দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ভয় পাই না। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর কন্যাদের জীবন রক্ষা করবো। ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন রক্ষা না করে যারা ভয়ে পালিয়ে গিয়েছিলো আমরা তাদের ধিক্কার জানাই।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী, তাই তিনি নারীদের কষ্ট বোঝেন। এজন্য তিনি বাংলাদেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নারীদের বিশেষ সুবিধা দিচ্ছেন। আগামীতে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলদেশ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের বিজয়ী ১০ নারীর হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর