১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১৮

মালয়েশিয়ায় বিষাক্ত মদপানে বাংলাদেশিসহ ১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বিষাক্ত মদপানে বাংলাদেশিসহ ১৯ জনের মৃত্যু

মালয়েশিয়ায় বিষাক্ত মদপানে বাংলাদেশিসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশেটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৩ জন। সোমবার রাতে মদের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে বলে মালয়েশিয়া পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস।

সেলানগর পুলিশের প্রধান কর্মকর্তা মাজলান মানসর বলেন, তারা দুই ধরনের অ্যালকোহল নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ছিল হুইসকি ও বিয়ার।

খবরে বলা হয়, সুঙ্গাই বুলু, গোমবাক, কাজাং ও শাহ আলম হাসপাতাল কর্তৃপক্ষ ওই ১৯ জনকে মৃত ঘোষণা করেছে। এর মধ্যে ২ জন মালয়, ১৫ জন নেপালি এবং ২ জন বাংলাদেশি। 

সুঙ্গাই বুলু হাসপাতালে পরিচালক নুর হাশেম আবদুল্লাহ জানান, মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে মোট ৫১ জন। ৩ জন মালয়, বাকি ৪৮ জন বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে মারা গেছে ১৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। বাকি ৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর