১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:২২

খালেদার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা ভুলে যেতে হবে: মওদুদ

অনলাইন ডেস্ক

খালেদার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা ভুলে যেতে হবে: মওদুদ

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা ভুলে যেতে হবে মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ। রাজপথে এর মোকাবিলা করতে হবে, রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নতুন করে কর্মসূচি দেয়ার কথা জানিয়ে বিএনপি এই জ্যোষ্ঠ নেতা বলেন, সেই কর্মসূচির সঙ্গে আমাদের আগামী দিনের রাজনীতি জড়িত, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া জড়িত, গণতন্ত্র ফিরে পাওয়া জড়িত, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পাওয়া জড়িত।

নতুন কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি মাধ্যমে এই সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হবে। এ ছাড়া বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ নাই। 

বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর