২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪৯

মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস: রিজভী

অনলাইন ডেস্ক

মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস: রিজভী

ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছর ঝুলন্ত রাখার পর জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা সুপরিকল্পিত নীল নকশারই অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রায় প্রকাশের আগেই সরকারের মন্ত্রী ও নেতাদের নানা ধরনের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, তার মানে সরকার জানে কি রায় হতে যাচ্ছে অথবা সরকারই ২১ আগস্ট মামলার রায় লিখে দিচ্ছে।

এদিকে, সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে রিজভী বলেন, “দেশের মানুষের মুখ বন্ধ করতে গণমাধ্যমের হাত-পা বেঁধে ফেলতে সংসদে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে। সরকারের লাখ লাখ কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিতেই এ কালো আইন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর