২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৭

শহিদুলের ডিভিশনের আপিল শুনানি ১ অক্টোবর

অনলাইন ডেস্ক

শহিদুলের ডিভিশনের আপিল শুনানি ১ অক্টোবর

সংগৃহীত ছবি

আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ দেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী শরিফ আহমেদ ভূঁইয়া ও তানিম হোসাইন শাওন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ড. শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ স্থগিত না করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়।

গত ৫ই সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। শহিদুল আলমের স্ত্রী রেহেনুমা আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ৫ আগস্ট শহিদুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর