২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:২৭

সিপা চুক্তি স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক

সিপা চুক্তি স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-ভারত

ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিপা) স্বাক্ষরে বাংলাদেশ-ভারত উভয় দেশ সম্মত হয়েছে বলে যৌথ ঘোষণায় জানিয়েছেন উভয় দেশের বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে মধ্যে অনুষ্ঠিত বৈঠকে আরো বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। যৌথ বিবৃতির মাধ্যমে সিদ্ধান্তগুলো বিকেলে জানানো হবে বলে যৌথ ঘোষণায় জানিয়েছেন দুই মন্ত্রী।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) সনদ গ্রহণে সম্মত হয়েছে ভারত। একইসঙ্গে পাটপণ্যের ওপর আরোপিত অ্যান্টি ডাম্পিং শুল্ক দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে রাজি হয়েছে তারা। দুইদেশের পাটখাতের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা ও যৌথ উদ্যোগ নিতে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে সফরত ভারতীয় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর