১৪ অক্টোবর, ২০১৮ ১৬:৫৫

'বাংলাদেশে এ মুহূর্তে কোনো রাজবন্দী নেই'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশে এ মুহূর্তে কোনো রাজবন্দী নেই'

ফাইল ছবি

বাংলাদেশে এ মুহূর্তে কোনো রাজবন্দী নেই, যারা আছে তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মী যারা জেলে আছেন তারা দুর্নীতি, খুন, সন্ত্রাস, অপরাধের সঙ্গে জড়িত। দুর্নীতি, খুন, সন্ত্রাসের দায়ে তারা জেলে আছেন। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। কোনো স্বাভাবিক সরকার তাদের মুক্তি দিতে পারবে না। দেশে একটি অস্বাভাবিক ভূতের সরকার ক্ষমতায় আনা এবং স্বীকৃত দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে রক্ষার জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর