১৫ অক্টোবর, ২০১৮ ২৩:২১

ফ্রন্টে ফেরাতে বি. চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ফ্রন্টে ফেরাতে বি. চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ

সংগৃহীত ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান উদ্যোক্তা অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীকে ফ্রন্টে ফেরাতে আজ রাতে তার বাসভবনে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রাত ৯টার পরে প্রায় ঘণ্টাব্যাপী রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসায় ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে বি. চৌধুরীর সঙ্গে বিস্তারিত কথা বলেন। 

পরে বেরিয়ে এসে ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘জাতীয় ঐক্যের অন্যতম উদ্যোক্তা ডা. বদরুদ্দোজা চৌধুরী। আমি মনে করি, তিনি এখনো ঐক্যফ্রন্টেই আছেন। কিছুটা মান অভিমান, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তবে আমি আশা করি, সবাই মিলেই জাতীয় ঐক্যফ্রন্ট। আমাদের লক্ষ্য, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছেলে মাহি বি. চৌধুরী কি বললো না বললো তাতে কি আসে যায়। ছেলেরা ভুল করতেই পারে। এজন্য বাবার অভিমান করে থাকতে নেই। আমার মনে হয়েছে, বি. চৌধুরী ঐক্যফ্রন্টের ব্যাপারে খুবই ইতিবাচক। আশা করছি, সবাই মিলে মিশেই এ ফ্রন্ট করবে।’

বিএনপি বা ফন্ট্রের পক্ষ থেকে বি. চৌধুরীর বাসায় গেলেন কি না এমন প্রশ্নে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবেই এখানে এসেছি। কারো পক্ষ থেকে নয়।’ আগামীকাল (মঙ্গলবার) ঐক্যফ্রন্টের বৈঠকে বি. চৌধুরী যোগ দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে ফ্রন্ট নেতারা তাকে আমন্ত্রণ করবেন। আমি এ বিষয়ে কিছু জানি না।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুনেছি বি. চৌধুরীর বাসায় গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ বিষয়ে আমি কিছু জানি না।’


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর