১৬ অক্টোবর, ২০১৮ ০০:০১

অাসামের রেলস্টেশন থেকে ৩১ বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি:

অাসামের রেলস্টেশন থেকে ৩১ বাংলাদেশি আটক

অাসামের গুয়াহাটি রেলস্টেশন থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। গুয়াহাটি থেকে আগরতলা হয়ে নিজেদের দেশে ফেরার পথেই সোমবার দুপুরের দিকে গুয়াহাটির রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর সদস্যরা। 

আটক হওয়া ৩১ বাংলাদেশির মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৩ শিশু রয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকেই জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের কারও কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের বৈধ নথি নেই।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য তারা গুয়াহাটি রেলস্টেশনে জমায়েত হয়েছিল। সেখান থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেমে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই রেল পুলিশের হাতে ধরা পড়ে তারা।
 
আরও জানা গেছে, গত তিন বছর ধরে এরা প্রত্যেকেই কর্নাটকের বেঙ্গালুরু শহরে শ্রমিকের কাজ করছিল। রবিবার সকালের দিকে বেঙ্গালুরু থেকে গুয়াহাটিতে এসে পৌঁছায় ওই ৩১ বাংলাদেশি, এরপর ওইদিন রাতে গুয়াহাটি রেলস্টেশনেই রাত কাটায় তারা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর