১৬ অক্টোবর, ২০১৮ ১১:১০

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু

অনলাইন ডেস্ক

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীতে ঘিরে রাখা সাততলা বাড়িতে অভিযান শুরু হয়েছে।

সকাল ১০টা ১০ মিনিটে অভিযান শুরু হয়।

ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পুলিশ ওই সাততলা বাড়িতে ঢুকে সেখানে অবস্থানরত ভাড়াটিয়াদের নামিয়ে নেয় বলে জানান নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পযর্ন্ত টানা ২৪ ঘণ্টা যাবৎ দুটি বাড়ি ঘিরে রেখেছেন বাহিনীর সদস্যরা।

ভবনটিতে জঙ্গি কর্মকাণ্ড চলছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে লাইট বন্ধ করে দেয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর