১৬ অক্টোবর, ২০১৮ ১৫:৫৬

'দেশের সংখ্যালঘু জঙ্গি-সন্ত্রাসীরা'

বাগেরহাট প্রতিনিধি:

'দেশের সংখ্যালঘু জঙ্গি-সন্ত্রাসীরা'

বৈষম্যহীন আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা আগের থেকে তিনগুন বেড়েছে। এবার সারাদেশে ৩১ হাজার পুজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন দেশে কোন সংখ্যালঘু নেই। সংখ্যালঘু হচ্ছে তারাই- যারা দেশে জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত। 
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের হাকিমপুরে শিকদারবাড়িতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ একথা বলেন।

র‌্যাব ডিজি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সকলে নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ কোন গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করলে র‌্যাবসহ আইন-শৃখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান তিনি।

র‌্যাব মহাপরিচালকের সারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে হামিকপুরের শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পূজামন্ডপ ঘুরে দেখেন। এসময়ে সাথে ছিলেন র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হানান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইন-শৃখলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর