১৭ অক্টোবর, ২০১৮ ১৬:০২

'বিএনপি-জামায়াত নতুন সাথী নিয়ে অশুভ চক্রান্ত শুরু করেছে'

অনলাইন ডেস্ক

'বিএনপি-জামায়াত নতুন সাথী নিয়ে অশুভ চক্রান্ত শুরু করেছে'

ফাইল ছবি

বিএনপি-জামায়াত নতুন সাথী নিয়ে অশুভ চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা নির্বাচনে তাদের স্বাগত জানাই। কিন্তু অযৌক্তিক দাবি আদায়ের নামে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে। এখন বিএনপি-জামায়াত নতুন সাথী নিয়ে অযৌক্তিক দাবি তুলে অশুভ চক্রান্ত শুরু করেছে। 

আজ ১৪ দলের এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে জানিয়ে তিনি আরো বলেন, ১/১১ এর সময় দেশবাসী ড. কামাল হোসেনের ভূমিকা দেখেছে। তিনি তখনকার অনির্বাচিত সরকার সম্পর্কে বলেছিলেন এই সরকার যত দিন ইচ্ছা চালিয়ে যেতে পারবে। এই হচ্ছেন ড. কামাল হোসেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর