১৮ অক্টোবর, ২০১৮ ১৯:৫৫

হলি আর্টিজান মামলা; দুই পলাতকের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আদালত প্রতিবেদক

হলি আর্টিজান মামলা; দুই পলাতকের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় পলাতক দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন। আসামিরা হলেন মো. মামুনুর রশিদ ও মো. শরিফুল ইসলাম।  

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ওই পলাতক আসামিদের সম্পত্তি ক্রোক এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত গত ৩০ সেপ্টেম্বর শরিফুল ইসলামের এবং বৃহস্পতিবার রশিদের সম্পত্তি ক্রোক ও হুলিয়াসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়ে।

ওই প্রতিবেদনে বলা হয়, আসমিদের ঠিকানায় খুঁজে পাওয়া যায় নাই। এরপর বিচারক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। এ বিষয়ে আগামী ৩১ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা পত্রিকা জমা দিতে বলা হয় আদেশে। এর আগে গত ৮ আগস্ট একই ট্রাইব্যুনাল চার্জশিট আমলে নিয়ে ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) ঢাকার সিএমএম আদালতে দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে কারাগারে থাকা ছয়জন হলেন হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ; ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবির নেতা হাদিসুর রহমান সাগর; নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ।

চার্জশিটটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০০৩) ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় দাখিল করা হয়। যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কারাগারে থাকা আসামিদের মধ্যে বড় মিজান, সাগর, র‌্যাশ ও রিগ্যান হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর