১৮ অক্টোবর, ২০১৮ ২১:৫৮

সংসদের ২৩তম অধিবেশন শুরু রবিবার

অনলাইন ডেস্ক

সংসদের ২৩তম অধিবেশন শুরু রবিবার

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। অধিবেশন হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে আগামী ২১ অক্টোবর বিকালে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।

এদিকে, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর