২০ অক্টোবর, ২০১৮ ২০:৩৫
আলমডাঙ্গায় জাসদের জনসভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

'ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কোন ক্ষতি করবে না'

চুয়াডাঙ্গা প্রতিনিধি

'ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কোন ক্ষতি করবে না'

ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কোনো ক্ষতি করবে না বরং সুরক্ষা করবে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্যই এই আইন। ডিজিটার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের বিচলিত হওয়ার কিছু নেই। 

শনিবার বিকেলে আলমডাঙ্গা সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এসব কথা করেন। 

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সুরক্ষার জন্য ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আলোচনায় যাওয়ার প্রয়োজনও নেই। আসন্ন যে নির্বাচন তা আয়োজন করবে নির্বাচন কমিশন। সংবিধানের নিয়মানুযায়ী নির্বাচন হবে। এ নিয়ে কোনো জোটের সঙ্গে আলোচনা করারও সুযোগ কারো নেই। 

আলমডাঙ্গা উপজেলা জাসদ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা। বক্তৃতা করেন, জাসদ জেলা কমিটির সভাপতি এম সবেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর