২২ অক্টোবর, ২০১৮ ১৫:২০

যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: বার্নিকাট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: বার্নিকাট

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেন, সব দল নির্বাচনে না আসলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এজন্য ভোটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ, মানুষের প্রয়োজন একটি স্থিতিশীল দেশ।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য বিরোধী দলের অংশগ্রহণ দরকার’ বলে মন্তব্য করেছেন মার্শিয়া বার্নিকাট। তিনি বলেন, 'বিরোধী দলগুলোকে নির্বাচনে আনাটাও জরুরি। কারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে সেটা অংশগ্রহণমূলক হয় না।’

ডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর