২৩ অক্টোবর, ২০১৮ ১৫:৪৪

উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত

অনলাইন ডেস্ক

উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত

উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করল সরকার। এর ফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের কর্মকর্তাদের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করে গত সোমবার এক আদেশ জারি করে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ শাখা-১। আর এই আদেশ গতকাল থেকেই কার্যকর করা হয়েছে।

জানা গেছে, এতদিন ১১তম গ্রেডে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১২,৫০০-৩৪,২৪০ টাকা মূল বেতন পেতেন। তবে বেতন গ্রেড উন্নীত হওয়ায় দশম গ্রেডে এখন তারা মূল বেতন পাবেন ১৬০০০-৩৮৬৪০ টাকা।

উল্লেখ্য, গত ১৯ জুন বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বেতন গ্রেড উন্নীতের প্রস্তাব অনুমোদন করে। এর পরই এ আদেশ আসল।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর