Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৮ ১৭:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১৭:৫৯
'জাতিসংঘের শান্তি মিশনে বিভিন্ন বাহিনীর ৭ হাজার সদস্য কর্মরত'
নিজস্ব প্রতিবেদক
'জাতিসংঘের শান্তি মিশনে বিভিন্ন বাহিনীর ৭ হাজার সদস্য কর্মরত'

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বের ১০টি দেশের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ৭ হাজার ১৬০ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ৫০১ জন, নৌবাহিনীর ৩৪৬ জন, বিমানবাহিনীর ৪৯৯ এবং পুলিশ বাহিনীর ৮১৪ জন রয়েছেন। 

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিতে সংসদের ২৩তম অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি  নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এসময় আইনমন্ত্রী আনিসুল হক আরো জানান, দেশগুলো হচ্ছে- ডিআর কঙ্গো, লেবানন, দক্ষিণ সুদান, সুদান (দারফুর), পশ্চিম সাহারা, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইউএসএ (নিউইর্য়ক) ও সাইপ্রাস।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow