৩১ অক্টোবর, ২০১৮ ১৬:২৩

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকবেন ২১ জন

অনলাইন ডেস্ক

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকবেন ২১ জন

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের (ফাইল ছবি)

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সংলাপে বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল। গণভবনে অনুষ্ঠিতব্য এই সংলাপে ১৪ দলে পক্ষ থেকে ২১ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

এছাড়া সংলাপে ১৪ দলের পক্ষে আরো যারা থাকবেন তারা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইন, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাম, ড. হাছান মাহমুদ ও অধ্যাপক শ. ম. রেজাউল করিম।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার সংলাপের তারিখ ১ নভেম্বর বলে জানানো হয়। এরপর এদিন সন্ধ্যায় বৈঠকে বসে সংলাপের জন্য ১৬ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই জোটের নেতৃত্বে থাকবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর