Bangladesh Pratidin

প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৮ ১০:৫৫ অনলাইন ভার্সন
আপডেট : ৯ নভেম্বর, ২০১৮ ১৫:৩৫
রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন না ড. কামাল
অনলাইন ডেস্ক
রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন না ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন না ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বিভাগীয় এই সমাবেশে যাচ্ছেন না বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ২টা থেকে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ শুরু হওয়ার কথা।

তবে ড. কামাল হোসেন না গেলেও বিভাগীয় এই সমাবেশে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা যোগ দিবেন বলে জানা গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাত দফা দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগে সমাবেশ করছে  নতুন গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। এরই অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকার পর আজ শুক্রবার রাজশাহীতে সমাবেশ করছে এই জোট।

বিডি প্রতিদিন/কালাম

আপনার মন্তব্য

up-arrow