১২ নভেম্বর, ২০১৮ ১১:৫২

যে তিন আসনের জন্য কেনা হল খালেদার মনোনয়নপত্র

অনলাইন প্রতিবেদক

যে তিন আসনের জন্য কেনা হল খালেদার মনোনয়নপত্র

ছবি- রোহেত রাজীব

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এসব আসন হল ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা), বগুড়া-৬ ও বগুড়া-৭।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার ও মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মনোনয়নপত্র পূরণ করে আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে হবে।

ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর