১২ নভেম্বর, ২০১৮ ১৫:৫৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মন্ত্রিসভা বৈঠকও হবে, তবে সেখানে নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়া হবে না এবং কোনো আইনও পাস হবে না।

বৈঠকের শুরুতে স্যাটেলাইটের পূর্ণ মালিকানা পাওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ক্রেস্ট দেয়া হয়। শিশু শ্রম বন্ধে বিশেষ অবদান রাখায় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ক্রেস্ট তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ মন্ত্রিসভার সদস্যরা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর