১৩ নভেম্বর, ২০১৮ ১৫:০৬

সরকারের ইচ্ছাতেই ভোট এক সপ্তাহ পেছানো হয়েছে: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

সরকারের ইচ্ছাতেই ভোট এক সপ্তাহ পেছানো হয়েছে: কাদের সিদ্দিকী

সরকারের ইচ্ছাতেই নির্বাচন কমিশন ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ভোট চুরির জন্যই সরকার এ পরিকল্পনা করেছে।

মঙ্গলবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ এক মাস পেছানো হতো।

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্তিত ছিলেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।

বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর