১৭ নভেম্বর, ২০১৮ ১৫:০৯

কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না ইসি: শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক

কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না ইসি: শাহাদাত হোসেন

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না ইসি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার তার সবই করবে কমিশন। কোনো কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তাকে ছাড় দেয়া হবে না। 

শনিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইভিএম এবং নির্বাচনের ফল পাঠানোর পদ্ধতি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় নির্বাচন কমিশনার বলেন, কমিশন কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। নিরপেক্ষতা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে এই নির্বাচন অংশগ্রহণ করুন। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন হয়ে উঠলে কমিশন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।


বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর