১৭ নভেম্বর, ২০১৮ ১৫:২৫

'সাম্প্রদায়িক অপশক্তির কাছে কামাল হোসেন বিক্রি হয়ে গেলেন'

নিজস্ব প্রতিবেদক

'সাম্প্রদায়িক অপশক্তির কাছে কামাল হোসেন বিক্রি হয়ে গেলেন'

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

পল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার বিষয়ে নিশ্চুপ থাকায় ড. কামাল হোসেন ব্যক্তিত্ব প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সাম্প্রদায়িক অপশক্তির কাছে কামাল হোসেন সাহেব এত বেশি বিক্রি হয়ে গেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। 
আজ রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ জোটের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  
এতে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তরিকত ফেডারেশনের সভাপতি মজিবুর বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
১৪ দলের মুখপাত্র বলেন, 'কামাল হোসেন সাহেবের এত অধঃপতন হলো- এটা সত্যি খুব দুঃখজনক। জ্বালাও পোড়াও হলো, পুলিশের ওপর হামলা হলো, তিনি একটাও কথা বললেন না।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর