১৯ নভেম্বর, ২০১৮ ১৩:৫৯

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় সুজনের

অনলাইন ডেস্ক

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় সুজনের

বদিউল আলম মজুমদার (ফাইল ছবি)

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। তাদের দাবি, দলীয় সরকারের অধীনে নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ ছিল। ইতিমধ্যে দলীয় সরকারের অধীনে দেশে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল। তাই আগামী সংসদ নির্বাচনও সংশয়মুক্ত নয়। এখানে ঝুঁকি থেকেই যায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। 

এ সময় একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে সুজন নির্বাচন কমিশনের প্রতি ১৬ দফা প্রস্তাব করেন।

নির্বাচন কমিশনের হাতে সীমাহীন ক্ষমতা আছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ইসি চাইলেই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারেন। তবে ক্ষমতা থাকলেই হবে না, ক্ষমতা ব্যবহারের সাহস দেখাতে হবে।

বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর