১৯ নভেম্বর, ২০১৮ ১৯:২৮

ড. কামালের দলে যোগ দিলেন সাবেক ১০ সামরিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

ড. কামালের দলে যোগ দিলেন সাবেক ১০ সামরিক কর্মকর্তা

সংগৃহীত ছবি

গণফোরামে যোগ দিয়েছেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পিএসসি, এমবিএস, লেফট্যানেন্ট কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, পিএইচপি, লেফট্যানেন্ট কর্নেল(অব.) মো. শহীদুল্লাহ, পিএসসি, এমডিএস, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মোহাম্মদ ইমান, মেজর (অব.) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকি পিএসসি, এমডিএস,এমবিএ, স্কোয়াড্রন লিডার (অব.) প্রকৌশলী আলহাজ মোহাম্মদ ফোরকান আলম খান, লে.কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন পিএসসি, স্কোয়ার্ডন লিডার (অব.) মোহাম্মদ হাবিব উল্লাহ এমবিএ, স্কোকার্ডন লিডার (অব.) মোহাম্মদ মাহমুদ। 

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলস্থ ড. কামাল হোসেনের ল চেম্বারে সমবেতভাবে তারা গণফেরামে যোগদান করেন। এসময় সাবেক সেনা কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, দেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চাই। দেশের মানুষ গণতন্ত্র চায়। সবার সহযোগিতায় বাংলাদেশের মানুষ অবশ্যই গণতন্ত্র রক্ষার আন্দোলনে সফল হবে। এ গণতন্ত্র রক্ষা ও দেশগড়ার কাজে তিনি যোগ দেয়া এসব সেনা কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান। যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লে. কর্নেল অব. খন্দকার ফরিদুল আকবর পিএসসি এমডিএস। 

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গণফেরামের অন্যতম নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, রওশন ইয়াজদানী, খান সিদ্দিকুর রহমান, এম শফিউর রহমান খান বাচ্চু, রফিকুল ইসলাম পথিক, মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর