২১ নভেম্বর, ২০১৮ ১২:২৮

'বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়'

নিজস্ব প্রতিবেদক

'বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়'

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিলেই সারাদেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর যে স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, তা বন্ধ করতে পারবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বুধবার দুপুরে রাজধানীর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

'জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীদিনে দল বদলের রাজনীতির কোনো চমক আছে কি না' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এটার তো হর্স ট্রেডিট আছেই। ঘোড়া বদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনো বিষয় নয়। নতুন কোনো দৃশ্যপট নয়।'

তিনি আরও বলেন, কে কোন দিকে অবস্থান নেবে? অলরেডি তো হচ্ছেই। আমরা কিন্তু এখনো আমাদের নেত্রীর (শেখ হাসিনা) ক্লিয়ারেন্স পাইনি। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি থেকে কত আসে দেখুন। যদি নেত্রী একটু ইঙ্গিত, একটু সবুজ সংকেত দিলেই সারাদেশে বিএনপির বিপুল নেতাকর্মীর যে স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বন্ধ করতে পারবেন না।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর