Bangladesh Pratidin

প্রকাশ : ২১ নভেম্বর, ২০১৮ ১৪:৫৪ অনলাইন ভার্সন
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮ ১৫:৩৬
মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিতে বিএনপির চিঠি
অনলাইন ডেস্ক
মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিতে বিএনপির চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। আটকদের পরিচয়সহ একটি চিঠি বাহকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিতে আটক নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আটক পাঁচ নেতা হলেন: ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও আবু বক্কর (যশোর-৬)।

চিঠিতে মির্জা ফখরুল বলেন, “গায়েবি মামলায় গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদের নামের তালিকা এর আগেও দুবার ইসিতে পাঠানো হয়েছে। কিন্তু ইসি এখনও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।”

“বরং পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আটকের পর তাদের আদালতে হাজির করা হচ্ছে। কাউকে আবার আটকের পর গুম করে রেখেছে,” উল্লেখ করেন তিনি।

বিডি প্রতিদিন/কালাম

আপনার মন্তব্য

up-arrow